রংপুর মহানগর রাজস্ব সার্কেল ভূমি অফিসের আগামী ১৮০ দিনের কর্মপরিকল্পনা
֍ ইউনিয়ন ভূমি অফিস হতে নামজারি প্রস্তাব/প্রতিবেদন ০৭ দিনের মধ্যে প্রেরণ নিশ্চিতকরণের লক্ষ্যে কানুনগো এর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে।
֍ প্রতিদিন কমপক্ষে ২৩০টি নামজারি মোকদ্দমা নিষ্পত্তির পরিকল্পনা করা হয়েছে। কিন্তু ই-মিউটেশন সার্ভারের সমস্যার কারণে প্রতিদিন ২৩০টি নিষ্পত্তি করা যাচ্ছে না।
֍ প্রতি সপ্তাহে কমপক্ষে ১৫০০টি নিষ্পত্তির পরিকল্পনা রয়েছে।
֍ প্রতি মাসে কমপক্ষে ৬০০০ টি নিষ্পত্তির পরিকল্পনা রয়েছে।
֍ নভেম্বর /২০২৪ মাসের মধ্যে ২৮ দিনের নিচে/মধ্যে নামজারি আবেদন নিষ্পত্তির হার ১০০% আনয়ন নিশ্চিত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
֍ দুর্নীতি প্রতিরোধে নামজারি মামলা ক্রমানুসারে নিষ্পত্তি করা হচ্ছে।
֍ ১০০% হয়রানিমুক্ত নাগরিক সেবা নিশ্চিতকরনের জন্য প্রতিটি ইউনিয়ন ভূমি অফিসে ০৭ দিনের মধ্যে প্রতিবেদন পাঠানোর জন্য বলা হচ্ছে। সেজন্য কানুনগোর নেতৃত্বে একটি তদরকি কমিটি গঠন করা হয়েছে। কানুনগো সকল ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার সাথে মোবাইলে এবং বাস্তবে যোগাযোগ করে প্রতি সপ্তাহের শেষ কর্মদিবসে বিকাল ৩.০০ টার মধ্যে অগ্রগতি সম্পর্কে সহকারী কমিশনার (ভূমি)-কে অবহিত করবেন এবং সহকারী কমিশনার (ভূমি) অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রংপুর মহোদয়কে অবহিত করবেন।
֍ খাসজমি চিহ্নিতকরণের জন্য ভিডিও চিত্র ধারণ কার্যক্রম চলমান রয়েছে। ইতোমধ্যে রাধাবল্লভ মৌজার কুকরুল বিল এবং আলমনগর মৌজার ৩৫১৪ দাগের খাস জমি চিহ্নিতকরণ ও ভিডিও চিত্র ধারণ করা হয়েছে। অবশিষ্ট মৌজার কার্যক্রম চলমান রয়েছে।
֍ সরকারের রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে যেসমস্ত কৃষি জমি শ্রেণী পরিবর্তন হয়ে আবাসিক কিংবা বাণিজ্যিকভাবে ব্যবহৃত হচ্ছে সে জমির হোল্ডিং সমূহে ব্যবহার ভিত্তিক ভূমি উন্নয়ন কর আদায়ের জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাগণকে নির্দেশনা প্রদান করা হয়েছে। বর্তমানে সাধারণ দাবী ৪২০০২৯৬৭/- টাকার বিপরীতে মার্চ/২০২৪ মাস পর্যন্ত ৩৬৪১১৯৩/- টাকা আদায় করা হয়েছে। যার শতকরা হার ৮৬.৬৯%।
֍ করণিক ভুল সংক্রান্ত মিস মোকদ্দমাসমূহ ইউনিয়ন ভূমি অফিস হতে ০৭ দিনের সময় দিয়ে প্রতিবেদন নিয়ে ০১ মাসের মধ্যে শুনানির মাধ্যমে নিষ্পত্তির পরিকল্পনা নেয়া হয়েছে।
֍ ল্যান্ড সার্জে/অন্য মোকদ্দমার রায়ের প্রেক্ষিতে দায়েরকৃত মিস মোকদ্দমাসমূহ ইউনিয়ন ভূমি অফিস হতে ১৫ দিনের সময় দিয়ে প্রতিবেদন নিয়ে ০২ মাসের মধ্যে শুনানির মাধ্যমে নিষ্পত্তির পরিকল্পনা নেয়া হয়েছে।
֍ নামজারি বাতিল/অর্পিত 'খ' তফশিল সংক্রান্ত মিস মোকদ্দমাসমূহ ইউনিয়ন ভূমি অফিস হতে ০৭ দিনের সময় দিয়ে প্রতিবেদন নিয়ে ০২ মাসের মধ্যে শুনানির মাধ্যমে নিষ্পত্তির পরিকল্পনা নেয়া হয়েছে।
֍ ০৩ মাসের উর্ধ্বের মিস মোকদ্দমাসমূহ নিষ্পত্তির লক্ষ্যে অত্রাফিসের কানুনগো অথবা প্রযোজ্য ক্ষেত্রে সার্ভেয়ারকে ১৫ দিনের সময় দিয়ে প্রতিবেদন চাওয়া হচ্ছে এবং প্রতিবেদন প্রাপ্তির পর দ্রুততম সময়ে/০১ মাসের মধ্যে নিষ্পত্তির পরিকল্পনা নেয়া হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস