সমস্যা এবং চ্যালেঞ্জসমূহ
Ѧ এ কার্যালয়ের আওতাধীন ০৭ টি মৌজায় (সাতগাড়া, কামালকাছনা, রাধাবল্লভ, ধাপ, ভগী, তাজহাট ও আলমনগর) আরএস রেকর্ড প্রকাশিত না হওয়ায় এবং এসএ খতিয়ানের পাতা জরাজীর্ণ (ছেড়া) থাকায় নামজারি কার্যক্রম নিষ্পত্তিতে জটিলতা পরিলক্ষিত হয়।
Ѧ উল্লিখিত ০৭টি মৌজায় নামজারি আবেদনে সচরাচর বণ্টননামা দলিল পাওয়া যায় না এবং ওয়ারিশসূত্রে তৃতীয় প্রজন্ম নামজারি আবেদন করে থাকে। এ ক্ষেত্রেবর্ণিত ০৭টি মৌজার নামজারি আবেদনসমূহ নিষ্পত্তির জন্য ০৩- ০৪টি শুনানি নিতে হয়। এর ফলে নামজারি আবেদনগুলো নিষ্পত্তিতে ব্যাপক সময় প্রয়োজন হয়।
Ѧ জনবল কাঠামো অপ্রতুল। উপজেলা ভূমি অফিসের Organogram অনুযায়ী এ কার্যালয়ে জনবল না থাকায় দাপ্তরিক কাজে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
Ѧ ই-মিউটেশন সার্ভারের সমস্যার কারণে নামজারি আবেদন কার্যক্রম নিষ্পত্তিতে ব্যাঘাত ঘটে।
Ѧ এ কার্যালয়ে দৈনিক গড়ে ১৬০টি নামজারি আবেদন অনলাইনে জমা হয়।
Ѧ ডিজিটাল সেবা গ্রহণে নাগরিকগণের সচেতনতা না থাকায় অসম্পূর্ণ নামজারি আবেদন জমা হয়, যার ফলে সময়ক্ষেপণ হয়।
Ѧ জনগুরুত্বপূর্ণ কতিপয় মৌজার বেশ কিছু দাগে আংশিক সরকারি সম্পত্তি ও ব্যক্তিমালিকানাধীন সম্পত্তি থাকায় এবং উক্ত ভূমি নিয়ে আদালতে মামলা-মোকদ্দমা থাকায় এ সংক্রান্ত আপত্তি/অভিযোগ কাঙ্খিত সময়ে নিষ্পত্তি করা দুরূহ।
Ѧ নামজারি আবেদনে দাখিলকৃত দলিলে জমির তফসিলে ভুল তথ্য থাকলে ভ্রম সংশোধন দলিল করার পরামর্শ প্রদান করা হয়। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় দলিল দাতা বা গ্রহীতা একজন মৃত। যার ফলে ভ্রম সংশোধন দলিল দাতার ওয়ারিশগণ করে দেয়; যা রেজিস্ট্রেশন আইন ১৯০৮ এর পরিপন্থী। এ ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস